জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকাশিত হয়েছে ২০২৩ বিধানসভা নির্বাচনে সচিত্র ভোটার তালিকা। বুধবার এক সাংবাদিক বৈঠকে সচিত্র ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কে কিরণ গিত্তে। প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার রয়েছে ২৭ লক্ষ ৩৩ হাজার ৮৯১ জন।রাজ্যে মোট পোলিং স্টেশন রয়েছে ৩ হাজার ৩২৮ টি। রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে। এখানে বুথ ভোটার ৬০ হাজার। সবচেয়ে কম ভোটার রয়েছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩৬ হাজার।