Site icon janatar kalam

বাধারঘাটে যুব কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৩ এর লক্ষ্যে বাধারঘাট কংগ্রেসের পালে হাওয়া দিচ্ছে বিজিত প্রার্থী রতন দাস। সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে যুব শক্তির উপর গুরুত্বারোপ। ভয় না পাওয়ার আহ্বান। ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক বিরোধী সব কয়টি রাজনৈতিক দল ময়দান মুখী। প্রায় প্রতিদিন কোন না কোন স্থানে দলত্যাগ সভা অনুষ্ঠিত হচ্ছে। একদিকে শাসকদলের যেমন ভাঙ্গন সৃষ্টি হচ্ছে অপরদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি থেকেও শাসক দলে এসে যোগদান করছে। সম্প্রতি দেশজুড়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর হয়ে পড়েছে কংগ্রেস দল। কংগ্রেসের নয়া সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে রাজ্য কংগ্রেস ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বাধারঘাটে রাজনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রতন দাস। এই নির্বাচনে রতন দাস দিলীপ সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতাদের নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। গুরুত্বারোপ করেছে যুব শক্তির উপর। যুব শক্তিকে কাজে লাগিয়ে কংগ্রেসকে উজ্জীবিত করে তুলতে চাইছে বিজিত প্রার্থী। এক সভায় বিজিত প্রার্থী বলেন , ভয় পাওয়ার কোন কারণ নেই , এখন থেকেই কংগ্রেস কর্মী-সমর্থকরা ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে। বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশীষ সাহাদের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেসের আহবানে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুবক কংগ্রেস সভাপতি রাখু দাস, ব্লক যুব কংগ্রেস সভাপতি জয়ন্ত দে, প্রমূখ ।

Exit mobile version