জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যামসুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শুভ বিবাহ উৎসব 2022। যা চলবে আগামী 9 নভেম্বর থেকে 16 ডিসেম্বর 2022 পর্যন্ত। এই উদ্যোগের উদ্দেশ্য হল ভারতীয় ঐতিহ্যের বর্ণময় উদযাপন। উৎসবে ক্রেতাদের জন্য থাকছে সোনা এবং হীরের গয়নার মজুরিতে 50 শতাংশ ছাড় ,। বালি, ব্যাংকক এবং আবুধাবিতে হলিডে প্যাকেজ জেতার সুযোগ এবং প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। শুভ বিবাহ উৎসব অফারটি শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর ত্রিপুরার আগরতলা ,খোয়াই, ধর্মনগর, উদয়পুর সবকটি শোরুম ছাড়াও কলকাতার গড়িয়াহাট, বেহালা বারাসাত শোরুমে 9 নভেম্বর থেকে 16 ডিসেম্বর 2022 পর্যন্ত চলবে। সংস্থার তরফে শুভ বিবাহ উৎসবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।