Site icon janatar kalam

ফের ক্ষমতায় ফিরছে বিজেপি : লাল সিং আর্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ফের বিজেপি সরকার গঠন করবে।রাজ্যের এস সি সম্প্রদায়ের কেউ কংগ্রেস বা সিপিএমকে সমর্থন করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেকের জন্য বীমা করে দিয়েছে।বিজেপির শাসনে সারা দেশে মানুষ সঠিক দিশায় কর্মসংস্থানের রাস্তা খুঁজে পাচ্ছে। দুইদিনের প্রবাস শেষে রবিবার প্রদেশ বিজেপি কার্যালয় সাংবাদিক বৈঠকে কথাগুলো বললেন এসসি মোর্চা সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। এ দিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান দাস এবং তপশিলি জাতি ও মোর্চা রাজ্য সভাপতি টোটন দাস।

Exit mobile version