জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মা ঊষা চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে আগরতলা রামনগর রোড ৪ এর শেষ প্রান্তে রামঠাকুর সেবা মন্দির দীন দয়াল আশ্রম বাড়িতে রবিবার অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির। মেগা এই স্বাস্থ্য শিবিরে স্থানীয় নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। আগরতলার বিশিষ্ট চিকিৎসকরা এতে উপস্থিত থেকে সাধারণ নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে উদ্যোক্তাদের উৎসাহিত করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই রামঠাকুর সেবা মন্দির প্রতিনিয়তই নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সেবা করে চলেছে। যার জ্বলন্ত প্রমাণ হলো এদিনের এই স্বাস্থ্য শিবির।