Site icon janatar kalam

সমস্ত সরকারী পরিষেবাকে একই ছাদের নীচে নিয়ে আসাই হল ঐ কর্মসূচীর অন্যতম লক্ষ্য : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে এখন জোরকদমে চলছে প্রতি ঘরে সুশাসন কর্মসূচী। সমস্ত সরকারী পরিষেবাকে একই ছাদের নীচে নিয়ে আসাই হল ঐ কর্মসূচীর অন্যতম লক্ষ্য। সাধারন মানুষ যেন একই ছাদের তলায় থেকে শিবিরের মাধ্যমে সমস্ত সরকারী প্রয়োজনীয় পরিষেবা পেতে পারেন তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। শিবিরে সাধারন মানুষ তাদের পরিষেবা বুঝে নিতে বেশ সাড়া দিচ্ছেন। আত্ম প্রত্যয়ের সুরে জানান আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার নিগমের ২৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় সেই সুশাসন শিবির। এদিন মেয়র সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটরকে পাশে নিয়ে ঘুরে দেখেন শিবিরের কাজকর্ম। কথা বলে নেন পরিষেবা গ্রহনকারীদের সঙ্গেও। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই শিবির চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সাধারন মানুষের প্রয়োজনে যদি কোনও এলাকায় একাধিক শিবির করতে হয় তাহলে তার সঙ্গে সাযুজ্য রেখে সেই ব্যবস্থাও করবে পুর নিগম।

Exit mobile version