Site icon janatar kalam

জগৎপুর স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে অনুষ্ঠিত হবে রাম ঠাকুরের উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুরী সম্প্রদায়ের লোকদের অন্যতম উৎসব হল রাস পূর্ণিমা। তবে রাস পূর্ণিমা উপলক্ষে অন্যান্য ধর্মাবলম্বীরাও সেদিন আয়োজন করে থাকে নানা ধর্মীয় অনুষ্ঠানের। আর তাই এই উৎসবকে সামনে রেখে বিভিন্ন মন্দিরে চলছে এখন জোরদার প্রস্তুতি। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলী জগৎপুর স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে। বিগত দিনের মতো এবারও রাস পূর্ণিমা তিথিতে এই মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে রাম ঠাকুরের উৎসব। গেল বছর করোনার কারণে তেমনভাবে উদযাপিত হয়নি এই উৎসব। বর্তমান পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় একপ্রকার উৎসবের আমেজেই রাম ঠাকুরের উৎসব উদযাপনের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। তার জন্য চলছে এখন জোরদার প্রস্তুতি। এবছর রাস পূর্ণিমা তিথিতে উৎসব অনুষ্ঠিত হবে তিনদিনের। রবিবার সকালে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তাই তিন দিনের এই উৎসবে ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করলেন মন্দির কর্তৃপক্ষ।

Exit mobile version