Site icon janatar kalam

চুরাইবাড়িতে গাড়ি পিছু ১০ শতাংশ ছাড়ের দাবি জানিয়েছে ইন্টাক্

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরাইবাড়িতে গাড়ি পিছু ১০ শতাংশ ছাড়ের দাবি জানিয়েছে ইন্টাক্। বি পূরণের আশ্বাস দিল এম বি আই ইনচার্জ। চুরাইবাড়ি চেকপোস্টের এমবি আই অফিসে ডেপুটেশন দিল কংগ্রেস। কংগ্রেস দলের ইন্টাক সংগঠনের তরফ থেকে কয়েক দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। মুখ্য দাবী গুলির মধ্যে ছিল একটির বদলে দুটি ওয়েট ব্রীজ চালু করা।পাথর বোঝাই লরি গুলিকে মানবিক দৃষ্টিতে ছাড় দেওয়া , যেহেতু কয়েক হাজার পাথর শ্রমিক রয়েছেন চুরাইবাড়ি এলাকায়। গাড়ির মালিক ও চালকের হয়রানি বন্ধ করা এবং প্রতি গাড়ি পণ্যের ৫শতাংশ ছাড়ের বদলের ১০ শতাংশ ছাড় ইত্যাদি। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ইন্টাকের রাজ্য সভাপতি আরিফ মোহাম্মদ আলম, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, কংগ্রেস নেতা বশির আলী, ব্লক কংগ্রেস সভাপতি করুনা নাথ, কংগ্রেস নেতা রুপুল আমিন সহ অনন্যরা। এমবি আই ইনচার্জ সুব্রত দেববর্মা তাদের দাবি গুলির যৌক্তিকতা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।

Exit mobile version