জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এখন বিজ্ঞানের যুগ। বিজ্ঞানকে ব্যবহার করে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার সেকেরকোটে নব নির্মিত কৃষি জ্ঞানার্জন কেন্দ্রের পথ চলার সূচনা করে এমনই দিশা দেখিয়েছেন তিনি। রাজ্যের কৃষক সমাজের উন্নয়নে প্রত্যাশার সেই মাইলষ্টোন বাস্তবে রুপ পেল মুখ্যমন্ত্রীর হাত ধরে।
সেকেরকোটে আজ ছিল প্রাপ্তি যোগ। আর সেই প্রাপ্তি এল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত বেয়ে। স্বাভাবি্ক কারনেই খুশীর লহর বইছে গোটা সেকেরকোট বাসীর মনে। প্রত্যাশা যখন সামনে এসে ধরা দেয় তখন মানুষ মাত্রেই খুশী হন সকলে। আর তা যদি হয় জীবন জীবিকার অন্যতম মাধ্যম, তা হলে তো আর কোন যদি-কিন্তুর অবকাশই থাকেনা। বৃহস্পতিবার এমনই খুশীর লহরে পরিপূর্ন করে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তার হাত ধরে নতুন পথের সন্ধানে পথ চলতে শুরু করল কৃষি জ্ঞানার্জন কেন্দ্র। সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে যান বিশালগড়ের সেকেরকোটে। মঙ্গলদীপ প্রজ্জলন ও ফিতা কেটে সূচনা করলেন নতুনের পথ চলা। এরপর উদ্ভোধকের ভাষনে মুখ্যমন্ত্রী বলেন,এখন চলছে বিজ্ঞানের যুগ। তাই বিজ্ঞানকে পাথেয় করে বের করতে হবে নতুন পথের দিশা।