জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার পদত্যাগ দাবি করেছে যুব কংগ্রেস। যুব কংগ্রেসের অভিযোগ রাজ্যে সুশাসনের ব্যানার পোস্টার লাগিয়ে কুশাসন শাসন জারি করেছে মানিক সাহা। বুধবার এক সাংবাদিক বৈঠকে মানিক সাহার পদত্যাগ দাবি করে যুব কংগ্রেস সভাপতি রাখু দাস বলেন বেকারদের স্বার্থে গোটা রাজ্য জুড়ে গণআন্দোলন শুরু করবে যুব কংগ্রেস। 23 বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ থেকে টেনেহিঁচড়ে বিজেপি দলকে নামিয়ে দেবে কংগ্রেস দল। দাবি যুব কংগ্রেসের সভাপতির।