Site icon janatar kalam

নেশা মুক্ত ত্রিপুরার ডাকদিয়েছে মুখ্যমন্ত্রী ও যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস আসক্ত মানসিক রোগীদের চিকিৎসার জন্য 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার। যেখানে 25টি শয্যা থাকবে ছেলেদের জন্য বাকি পঁচিশটি থাকবে মেয়েদের জন্য। বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে এন এস এস দিবস পালন করল ত্রিপুরা স্টেট এন এস এস সেল। সহযোগিতা করেছে নেশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা সরকার। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন , মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে সকল অংশের মানুষের সহযোগিতা প্রার্থনা করেছে। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , নেশার বিরুদ্ধে গর্জে উঠতে হবে যুব সমাজ। যুব সমাজকে নেশার বিরুদ্ধে গর্জে উঠার জন্য যুব কল্যাণ দপ্তর প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর এদিন যুব কল্যাণ দপ্তর সহ জাতীয় স্বাস্থ্য মিশন, এন এস এস, সহ খেল দপ্তর এর সমস্ত বিভাগ গুলো কে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্টেট এন এস এস অফিসার বেসরকারি নেশা মুক্তি কেন্দ্র গুলির প্রতি নজর রাখার আহ্বান জানান এনএসএস ভলেন্টিয়ারদের। বলেন কোন কেন্দ্রে অনিয়ম দেখলেন সাহায্য নিতে পারে প্রশাসনের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জাতীয় স্বাস্থ্য মিশনের সংশ্লিষ্ট চিকিৎসকসহ আধিকারিকরা। এদিন নেশা মুক্ত ত্রিপুরা বিষয়ক এক আলোচনা চক্রে বিশিষ্ট

Exit mobile version