Site icon janatar kalam

এই ভিডিও বৈঠকেই চূড়ান্ত হতে পারে লকডাউনের ভবিষ্যৎ।

লকডাউন, দেশের আর্থিক পরিস্থিতি-সহ একাধিক বিষয় নিয়ে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া প্রাণঘাতী করোনাভাইরাস গ্রামাঞ্চলে যেন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে তা দেখার জন্য মুখ্যমন্ত্রীদের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের প্রতিটি রাজ্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হল করোনা যেন গ্রামাঞ্চলে ছাড়িয়ে না পড়ে। এটাই এখন দেখতে হবে এমনটাই সূত্রের খবর। বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। তাদের নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র। এনিয়েও আলোচনা হতে পারে। এর আগে ৫ বার প্রধানমন্ত্রী ভিডিয়ো বৈঠক করেছেন। তখন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলার সুযোগ পাননি। এবার তাঁরা পাবেন। ফলে বৈঠক দীর্ঘ হতে পারে।

Exit mobile version