জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 2023 বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরিতে মরিয়ার হয়ে উঠেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমেটি। মঙ্গলবার নয়াদিল্লিতে নবনির্বাচিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাথে দেখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা ও বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী পার্থ রঞ্জন সরকার সহ চারজনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি নবনির্বাচিত কংগ্রেস সভাপতির সাথে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েওআলোচনা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য নভেম্বর মাসের মধ্যেই কংগ্রেস দল প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে নির্বাচনের লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়বে বলেও বিশ্বস্ত সূত্রের খবর।