Site icon janatar kalam

বাইসাইকেলে আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাতৃত্ববোধ ও দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে সাইকেল রেলির আয়োজন করেছে সীমান্তরক্ষী বাহিনী। আগরতলা থেকে কলকাতা যাবে মৈত্রীর বার্তা নিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষদের দেশের প্রতি দেশাত্মবোধ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা আয়োজন করেছে এক সাইকেল রেলি। 120 ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উদ্যোগে আয়োজিত রেলি পয়লা নভেম্বর থেকে শুরু হয়ে 12 নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হবে। আগরতলা আখাউড়া চেকপোষ্টে রেলিটির সূচনা করেন আইজি ত্রিপুরা ফ্রন্টের সুমিত সারন। আখাউড়া চেকপোস্টে এই উপলক্ষে এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। রাস্তার দুই দিকে বি এস এফ জওয়ানরা ও কচিকাঁচা ছেলেমেয়েরা সাইকেলিস্ট বিএসএফ জওয়ানদের জাতীয় পতাকা দিয়ে স্বাগত জানান। ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সুমিত শারণ বলেন , মূলত দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যেই এই ধরনের আয়োজন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়
। সীমান্তরক্ষী বাহিনীর 19 জন জওয়ান আগরতলা থেকে কলকাতা প্রায় আড়াইহাজার কিলোমিটার পথ অতিক্রম করবে।

Exit mobile version