Site icon janatar kalam

বিলোনিয়াস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে মালগাড়ি আসা নিয়ে এলাকাবাসীরা আন্দোলনমুখী , এসডিএম , মহকুমা শাসক ও এলাকার বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে.

রাজ্যে এই করুন মুহূর্তে পাশ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বিলোনিয়াস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে মালগাড়ি আসা নিয়ে এলাকাবাসীরা আন্দোলনে নেমে পরে এবং জোর দাবি চালাতে থাকে যে এই পরিস্থিতিতে কোনোপ্রকার গাড়ি যাতে রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকে , খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এসডিএম মানিক লাল দাস , জেলা শাসক দেবপ্রিয় বর্ধন , বিধায়ক অরুন কান্তি ভৌমিকসহ প্রশাসনের অন্যন্য উচ্চ পদস্থ আধিকারিকরা . এদিন এসডিএম , মহকুমা শাসক ও একাকার বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে.

Exit mobile version