Site icon janatar kalam

দ্বিতীয়বার ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করবে : মহেশ শর্মা

ভোট যুদ্ধে নামার আগে শনিবার আবারো প্রদেশ বি জে পি-র গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে পৌরোহিত্য করবেন দলের সর্বভারতীয় সংগঠক ভি সতীশ। থাকবেন রাজ্য প্রভারি ডক্টর মহেশ শর্মা , দলের মন্ত্রী বিধায়কগণ। ত্রিপুরায় দলের নেতারা যে পরিশ্রম করেছেন তাতে মানুষের মধ্যে বি জে পি-র প্রতি সাংঘাতিক জোশ তৈরি হয়েছে। এতে পরিষ্কার দ্বিতীয়বার ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করবে। বললেন দলের রাজ্য প্রভারি ডক্টর মহেশ শর্মা। শুক্রবার নজরুল কলাক্ষেত্রে দলের কার্যকর্তাদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ডক্টর শর্মা।জনজাতিদের বিষয়েও তিনি উচ্ছ্বসিত। বলেন জনজাতিদের জন্য দেশের মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিজেপি। দলীয় নেতারা যতই 55 টি আসন পাব ,60 পাব বলে প্রচার করছেন ,কার্যত পাহাড় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে দল। কুড়িটি জনজাতি সংরক্ষিত আসন তিপরা মথার কারনে বড়ই ভাবাচ্ছে দলকে। এজন্য কি রণকৌশল নিচ্ছে দল তা দেখার জন্য অপেক্ষায় রাজ্যবাসী।

Exit mobile version