জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নির্বাচনের মুখে উন্নয়নকাজের পর্যালোচনা বৈঠক বসছে প্রতিটি জেলায়। শুক্রবার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর জেলার ধর্মনগরে জেলাশাসক কনফারেন্স হলে। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং জেলাশাসক নাগেশ কুমার বি। বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সমস্ত দপ্তর আধিকারিকদের সময়ের কাজ সময়ে শেষ করার নির্দেশ দেন।