প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফিরে যাবার ব্যবস্থা করলেও এই সুযোগ থেকে বঞ্চিত পরিযায়ী শ্রমিকদের একাংশ . সোমবার পরিযায়ী শ্রমিকদের একটি অংশ সদর মহকুমা শাসকের কার্যালয়ে দ্বারস্থ হয় বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সাথে কথা বলার জন্য , তাদের অভিযোগ ওরা লক ডাউনের পূর্বে রাজ্যে এসেছিলো কাজের উদ্দেশ্যে , কিন্তু এই মুহূর্তে তাদের কাছে নেই কাজ নেই টাকা পয়সা অনাহারে দিন কাটছে ওদের , হেল্পলাইন নম্বরে ফোন করা হলে ও ফোন ধরছে না কেউ , কেউ বা যদি ধরেও সঠিক তথ্য দিতে নারাজ বলে জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা , আবেদন একটাই যে অন্যদের যেভাবে নিজ রাজ্যে ফিরে যাবার ব্যবস্থা করছে সরকার ঠিক সেভাবেই তাদের জন্য ব্যবস্থা নিক রাজ্য সরকা