জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাইদের কপালে ফোটা দিল বিজেপির বোনেরা।বিজেপি সদর কার্যালয়ে আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত সদর মোর্চার যুব ভাইয়েরা। পর্যায়ক্রমে ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাতৃত্ববোধের আহ্বান রাখলেন বোনেরা। ভারতীয় সংস্কৃতির পরম্পরা ধরে রাখার জন্যই বিজেপি দলের উদ্যোগে এই আয়োজন বলে জানিয়েছে এক মোর্চা নেত্রী।