Site icon janatar kalam

ঝড় উপেক্ষা করে আন্দোলনে10323 শিক্ষক-শিক্ষিকারা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় সিত্রাং কে উপেক্ষা করেও আমরণ অনশন মঞ্চে বসে রয়েছে 10323 শিক্ষক শিক্ষিকা। মঙ্গলবার ষষ্ঠ দিনে পড়েছে আন্দোলন কর্মসূচি। আন্দোলন মঞ্চটি ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 90 শতাংশ ক্ষতিগ্রস্ত হলেও মঞ্চ ছাড়েনি শিক্ষক-শিক্ষিকারা।তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত সরকার কোনও সুরাহার পথ বের না করে ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন কর্মসূচি।

Exit mobile version