রাজ্যের এই করুন মুহূর্তে বিপন্ন মানুষের পাশে রাজ্য সরকারের সাথে গরিবদের স্বার্থে এগিয়ে এসেছে বিরোধী দল সিপিআইএম. আজ রাজধানীর কৃষ্ণ নগর সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এলাকার ৩ টি বুথের দুস্থদের মধ্যে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র করের উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় . এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক বলেন সরকার যে জনপ্রতি চাল ডাল দিচ্ছেন সেটা দিয়ে সংসার চলে না তাই সরকারের কাছে তিনি আহ্বান রাখেন জন প্রতি ৭৫০০/- টাকা করে দেওয়ার জন্যে বাকি মাসগুলি যেন পরিবারগুলি সুন্দরভাবে কাটাতে পারে.