Site icon janatar kalam

ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে । ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের মুন্ডা বাড়ি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১ টা ২০ মিনিট নাগাদ । উল্লেখ্য, একটি ১২ চাকা পণ্যবাহী লড়ি ও একটি মারুতি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দীর্ঘক্ষণ অল্টো গাড়িতে আটকে পড়ে থাকা ও মগজ বেড়িয়ে আসা চালক জীতেন দেববর্মাকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে প্রেরণ করা হয় । ঘটনার বিবরনে প্রকাশ, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১ টা ২০ মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী এলাকার স্থানীয় নিবাসী জীতেন দেববর্মা নিজ বাড়ি থেকে তার মারুতি অল্টো গাড়ি যার নম্বর TR01 Z 0417 নিয়ে তেলিয়ামুড়ার চাকমাঘাটের দিকে আসছিল । আর ঠিক সেই সময়েই তেলিয়ামুড়ার দিক থেকে একটি ১২ চাকা পণ্যবাহী খালি গাড়ি যার নম্বর HP 72 C 2412 তীব্র গতিতে মুঙ্গিয়াকামীর দিকে যাচ্ছিল । কিন্তু মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের মুন্ডা বাড়ি এলাকায় আসতেই বাঁক নিতে গিয়ে মারুতি অল্টো গাড়িটি ও ১২ চাকা পণ্যবাহী লড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে । এই সংঘর্ষে মারুতি অল্টো গাড়িটি জাতীয় সড়কের মধ্যেই দুমড়ে মুচড়ে খাদের পাশে গিয়ে একটি কালভার্টে আটকে পড়ে । উল্লেখ্য, মারুতি অল্টো গাড়িটির সন্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যাওয়ায় মারুতি অল্টো গাড়ির চালক জীতেন দেববর্মার মগজ বাইরে বেড়িয়ে আসে ও গাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় আটকে পড়ে । তীব্র বিকট শব্দে দৌড়ঝাঁপে ছুটে আসে পাশ্ববর্তী স্থানীয় মুঙ্গিয়াকামী বাজারের লোক জন । তৎসঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের । তৎসঙ্গে খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘরি করে ছুটে আসেন তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা । অবশেষে সকলের সহযোগিতায় দীর্ঘ প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর কাটার দিয়ে গাড়ির সন্মুখ ভাগ কেটে মারুতি অল্টো গাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মগজ হীন চালক জীতেন দেববর্মা’কে আশঙ্কাজনক অবস্থায় ১০২ “AMBULANCE” গাড়ি করে রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে প্রেরণ করে দেওয়া হয় । এই দিকে পরবর্তীতে ভয়াবহ যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুঙ্গিয়াকামী থানার পুলিশ জয়ন্ত হালদার সহ TSR বাহিনী । দীর্ঘক্ষণ আসাম আগরতলা জাতীয় সড়কের দুই পাশে আটকে পড়ে অসংখ্য ছোট বড়ো যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি । যদিও পরবর্তীতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুদের সহায়তায় জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনার জেরে সৃষ্ট এই বেড়াজাল স্বাভাবিক হয় ।

Exit mobile version