Site icon janatar kalam

রুটিনে পরিণত হয়েছে যান সন্ত্রাস দুর্ঘটনায় আহত বাইক চালক ও ছাত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রুটিনে পরিণত হয়েছে যান সন্ত্রাস। ফের জাতীয় সড়কে যান সন্ত্রাসের শিকার সপ্তম শ্রেণীর এক পড়ুয়া। আহত হয়েছে বাইক চালকও। চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পাঠরত এক ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে যান সন্ত্রাসের শিকার হয়। বাড়ি যাওয়ার পথে রাস্তা ক্রস করার সময় একটি বাইক সজোরে ধাক্কা মারে ছাত্রীটিকে। বাইকটি বিশ্রামগঞ্জ থেকে আগরতলার দিকে যাচ্ছিল। ছাত্রীটি চরিলাম দ্বাদশ শ্রেণী থেকে পরিমল চৌমুহনীর দিকে যাচ্ছিল। তার বাড়ি গৌতম কলোনি। খবর পেয়ে দ্রুত ছুটে আসে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। দফতর কর্মীরা বাইক চালক ও ছাত্রীটিকে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা যায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটির নাম রুপাই দেবনাথ, বাবার নাম সঞ্জয় দেবনাথ। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বাইক চালকও।প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান খুব দ্রুতগতিতে ছিল বাইকটি। তবে ছাত্রীটিও হঠাৎই দৌড়ে রাস্তা ক্রস করতে চেয়েছিল। প্রশ্ন উঠছে জাতীয় সড়কের পাশে থাকা বিদ্যালয়গুলির কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নেই। সংশ্লিষ্ট স্থানগুলিতে অন্তত স্কুল শুরু এবং শেষ এর দিকে ছাত্র-ছাত্রীদের রাস্তা পারাপারার জন্য ট্রাফিক ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নতুবা নিত্যদিন এই ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Exit mobile version