জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উপায়ন্তর না দেখে আমরণ অনশনে বসেছে 10323 শিক্ষক-শিক্ষিকারা। তাদের দাবি দেশের সর্বোচ্চ আদালতে তথ্য জানার অধিকার আইনে , চাকুরী বহাল রয়েছে। সুতরাং পুনরায় যাতে সরকার তাদেরকে চাকরিতে বহাল করে, তার জন্যই মূলত এই আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই আমরণ অনশন। যতক্ষণ না পর্যন্ত সরকার তাদেরকে চাকুরীতে যোগদানের নির্দেশ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত চলবে এই অনশন কর্মসূচি।