জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত দফা দাবির ভিত্তিতে নভেম্বর মাসে গণডেপুটেশন প্রদান করবে প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্ট। এই প্রস্তুতিতে সদর জেলা কংগ্রেস এসসি ডিপার্টমেন্ট বৃহস্পতিবার এক প্রস্তুতি বৈঠকে বসেছে। বড়জলা পার্টি অফিসে আয়োজিত বৈঠকে সাত দফা দাবি সনদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্ট এর সভাপতি নিরঞ্জন চন্দ্র দাস। এই আন্দোলন কর্মসূচির মাধ্যমে কংগ্রেস দল নিজেদের আরও উজ্জীবিত করতে চাইছে। নভেম্বর মাসের মধ্যে যদি দাবি সনদ পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছে কংগ্রেস নেতৃবৃন্দ।