জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- D.el.ed কোর্সে ভর্তি প্রক্রিয়া চলছে গত তিনদিন ধরে। চলতি বছর d.el.ed এর ভর্তির জন্য ফরম ফিলাপ করেছিল চৌদ্দশ ছাত্র-ছাত্রী। গত 18 এবং 19 তারিখ সাধারণ ক্যাটাগরিতে 220 টি আসন এবং এসটি 70 টি আসন ও এস সিদের 152 টি আসলে ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে যায়। বাকি এস টিদের কিছু আসন খালি রয়েছিল। বৃহস্পতিবার ছিল সেই আসনগুলিতে কাউন্সিলিং।কাউন্সিলিংয়ের শুধুমাত্র এসটি ছাত্রছাত্রীরা হাজির থাকার কথা বললেও এদিন হাজির হয়ে যায় প্রচুর জেনারেল ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবক। জেনারেল ক্যাটাগরিতে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারেনি বলে এদিন মুক্তধারা অডিটোরিয়ামের সামনে হট্টগোল বাজিয়ে ফেলে। উত্তেজিত প্রধান রাস্তা অবরোধ করে বসে। যদিও শেষ পর্যন্ত পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে রাস্তা মুক্ত করে দেয়।