জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী 17/18 অক্টোবর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে এসএফ আই ছাত্র সংগঠনের কুড়ি তম সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে গোটা রাজ্যে। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।