Site icon janatar kalam

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটাতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার ঊনকোটি জেলা সফরে গিয়ে কৈলাশহরের আরজিএম সাবডিভিশনাল হাসপাতাল এবং ভগবাননগরস্থিত জেলা হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। এদিন দুটি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটাতে রাজ্য সরকার বদ্ধপরিকর। হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেবিষয়ে খুবই আন্তরিক বিজেপি -আইপিএফটি জোট সরকার। খুব সহসাই জেলা হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তবে এই এই সফরকে ঘিরে স্থানীয় লোকজনদের ভিড় ছিল লক্ষ্যনীয়।

Exit mobile version