Site icon janatar kalam

করোনা রোগী চিকিৎসার জন্য ট্রিটমেন্ট সেন্টার করা হচ্ছে রাজধানী আগরতলার ভগত সিং যুব আবাস কেন্দ্রকে

করোনা সংক্রমণে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা শতক পার করলো। রাজ্যে করোনা সংক্রমিত ব্যাক্তির সংখ্যা দিন দিন বাড়ার ফলে ত্রিপুরা রাজধানীর গুর্খাবস্তিস্থিত ভগত সিং যুব আবাস কেন্দ্রকে ৩ শতাধিক করোনা রোগী চিকিৎসার জন্য ট্রিটমেন্ট সেন্টার করা হবে বলে জানা যায় । পাশাপাশি রাজ্যের প্রধান রেফেরেল হাসপাতাল জিবিতে চিকিৎসাধীন করোনা সংক্রমিত ব্যাক্তিদের এই যুব আবাস কেন্দ্রে স্থানান্তরিত করা হবে এবং এই সেন্টারটি জিবি হাসপাতালের তত্ত্বাবধানে চলবে বলেও জানা যায় ।

Exit mobile version