জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনে কাটা পড়ল লক্ষাধিক টাকা মূল্যের একটি গবাদি পশু। আগরতলা থেকে জিরিবাম যাওয়ার পথে ধর্মনগর স্টেশনের ঠিক আগেই রেল লাইন ক্রস করছিল গৃহপালিত তিনটি বইস। এইসময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় দুইটি বইস ছিটকে পড়ে গেলেও অপর একটি ট্রেনের নিচে চলে যায়। তৎক্ষণাৎ ট্রেনচালক ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর পশুটিকে ট্রেনের নিচ থেকে বের করে আনা হয়েছে। তারপরই স্বাভাবিক হয়ে যায় ট্রেন চলাচল।