Site icon janatar kalam

যত্রতত্র রেস্টুরেন্টে চলবে না পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকলে বন্ধ করে দেওয়া হবে দোকান চলবে না আপত্তি : দীপক মজুমদার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শহরের যত্রতত্র রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুডের দোকান দেওয়া চলবে না। যদি না পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকে এবং ট্রেড লাইসেন্স না থাকে। সাফ জানালেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরের নিরাপত্তা ও সৌন্দর্যের লক্ষ্যে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে আগরতলা পুর নিগম। যেখানে সেখানে গড়ে উঠতে পারবে না রেস্টুরেন্ট, হোটেল কিংবা ফাস্টফুডের দোকান। খুব শীঘ্রই পুরো নিগম থেকে খতিয়ে দেখা হবে ফাস্টফুড হোটেল ও রেস্টুরেন্টগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা। সঙ্গে নিগমের দেওয়া ট্রেড লাইসেন্স আছে কিনা। যদি এ সংক্রান্ত কোনও ব্যবস্থা না থাকে, তাহলে বন্ধ করে দেওয়া হবে হোটেল রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান। ঠিক আছে কোন ওজর আপত্তি চলবে না। স্পষ্ট বক্তব্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের। সোমবার রাজধানীর শংকর চৌমুহনী এলাকায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে একটি ফাস্টফুডের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টা ক্ষণিকের মধ্যে আগুন আয়ত্তে আনতে পারলেও রক্ষা করা যায়নি দোকান থেকে। ঘটনার সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় বলে অভিযোগ দোকান মালিক। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র শ্রী মজুমদার দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অগ্নিনির্বাপক দপ্তর, আরক্ষা দপ্তর ও এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। এলাকাবাসীর অভিমত সঠিক সময়ে অগ্নিনির্বাপক দপ্তর কর্মীরা না আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। বেঁচে গেল ঘনবসতিপূর্ণ বিস্তীর্ণ এলাকা।

Exit mobile version