জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 10 টাকার কয়েন অচল নয় , সারাদেশে বিনিময় হচ্ছে 10 টাকার কয়েন। আগরতলার বাজারেও 10 টাকার কয়েন ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাজ্যে এক সময় দেদার হারে 10 টাকার কয়েন বাজারে হরদম লেনদেন হলেও গত চার-পাঁচ বছর ধরে ব্যবসায়ীরা ক্রেতাসাধারণের কাছ থেকে দশ টাকার কয়েন নিতে চাইছে না। বাজারে 10 টাকার কয়েন নিয়ে প্রায়ই ক্রেতা-বিক্রেতার মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। রিক্সার ড্রাইভার, অটোচালক থেকে শুরু করে রাস্তার টং দোকানদার কেউ নিতে চায়না 10 টাকার কয়েন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা বলে লাভ নেই। তাদের কাছে 10 টাকার কয়েন মানি এলার্জি। বাজারের এই পরিস্থিতিতে দেখা গিয়েছে অনেক মানুষের কাছে 10 টাকার কয়েন জমা পড়ে গেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা অন্যান্য ব্যাংক শাখা গুলির এই কয়েন বাজারে চালানো নিয়ে কোনরূপ মাথাব্যথা নেই। ব্যাংকিং প্রশাসনিক অবহেলায় গত চার-পাঁচ বছর আগরতলা শহরে 10 টাকার কয়েন প্রায় নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। এ নিয়ে ব্যবসায়ীদের মতামত জানতে চাইলে, তাদের সাফ বক্তব্য, ব্যাংক কিংবা ক্রেতারা কেউ দশ টাকার কয়েন নিতে চায় না। যার ফলে আমরাও নিচ্ছি না।এদিকে সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আগরতলা শহরের 10 টাকার কয়েন লেনদেন করার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছে এস বি আই আগরতলা ব্রাঞ্চ এর উদ্যোগে রাজধানীর জয়নগর মেলার মাঠ ইত্যাদি এটিএম কাউন্টারের সামনে মুদ্রা বিনিময় মেলার আয়োজন করেছে। এখান থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যানেজার মনোজ কোরবানি প্রত্যেকের প্রতি আহবান রেখেছে 10 টাকার কয়েন বিনিময় করার জন্য। স্পষ্ট বলে দেওয়া হয়েছে 10 টাকার কোন কয়েন নকল নয়। বিভিন্ন ডিজাইনের কয়েন থাকলেও সবগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তৈরি। প্রসঙ্গত আগরতলা শহর ছাড়া রাজ্যের ধর্মনগর সহ অন্যান্য জেলা মহাকুমা সদরগুলোতে 10 টাকার কয়েন হরদম ক্রেতা বিক্রেতার মধ্যে বিনিময় হচ্ছে। সংশ্লিষ্ট বাজারগুলিতে 10 টাকার কয়েন নিয়ে কোন ঝামেলা হয় না। সেজন্য আগরতলার সমস্ত ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতার প্রতি 10 টাকার কয়েন রাখার আহবান রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।