Site icon janatar kalam

গ্যাসের উপর বর্ধিত মূল্য প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিএনজি গ্যাস এবং পিএনজি গ্যাসের উপর বর্ধিত মূল্য প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেএসইউসিআই। তাদের দাবি আমদানিকৃত গ্যাস নয় রাজ্যের মাটি থেকে উত্তোলিত গ্যাস ন্যায্য মূল্যে সরবরাহ করতে হবে রাজ্যবাসীকে। এই দাবিতে যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার টলছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারী রাখবে এস ইউ সি আই। সোমবার বটতলায় বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই রাজ্য সভাপতি দাবি করেন অবিলম্বে যাতে রাজ্য সরকার বর্ধিত গ্যাসের মূল্য প্রত্যাহার এর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। নতুবা আগামী দিনে রাজ্যবাসীর স্বার্থে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে এসইউসিআই।

Exit mobile version