জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল মিলন দেবনাথ নামে 60 বছর বয়স্ক এক মহিলার। বাড়ি ঋষ্যমুখের শ্রীপুর এলাকায়। পরিবারের লোকজনেরা জানায় বাড়ির পাশেই নিজের জমিতে কিছু শুকনো ঘাস আনতে গেলে সাপে কামড় দিয়েছে। সাপের কামড়ের পর মিলন দেবনাথ নিজেই বাড়িতে আসে তারপর তাকে বাইকে করে ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানায় মৃতার ছেলে। পরবর্তী সময়ে সেখান থেকে বিলোনিয়া হাসপাতালে রেফার করলে আসার পথে মৃত্যু হয় মিলন দেবনাথের। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পঞ্চম নমঃ জানায় মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।