Site icon janatar kalam

সাপের ছোবলে আহত আট বছরের শিশু

সাপের ছোবলে আহত আট বছর বয়সি এক শিশু। বর্তমানে তার চিকিৎসা চলছে গন্ডাছড়া মহাকুমা হাসপাতালে। শুক্রবার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত জে সি পাড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় , জয়রামপাড়ার বাসিন্দা দিমি রাম রিয়াঙ নামে এক ব্যক্তির আট বছর বয়সী শিশু অভিজিৎ রিয়াংকে সাপে ছোবল দেয়। ঘটনার সঙ্গে সঙ্গেই জে সি পাড়া 192 ব্যাটেলিয়ানের বিএসএফ জোয়ানরা শিশুটিকে উদ্ধার করেগন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।উল্লেখ্য বিএসএফ জোয়ানরা ভারত বাংলাদেশ সীমান্ত ভর্তি এলাকা রক্ষণাবেক্ষণের পাশাপাশি, সাধারণ মানুষকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।ওই এলাকায় ছিল না কোনো এম্বুলেন্স এবং ওই এলাকার রাস্তাও খুবই শোচনীয় অবস্থা। এর মধ্যে রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এন এল এফ টির আতঙ্ক, সবকিছুর মধ্যেও বিএসএফ জোয়ানরা নিজের জীবনের চিন্তা না করে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাত্রিবেলায় শিশুটিকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতলে নিয়ে আসে, এবং শিশুটির বাবার হাতে আর্থিক সাহায্য তুলে দেন।এদিন বিএসএফ জোয়ানরা যদি এই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে না আসতো, তাহলে ঘটনাস্থলেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়ে যেত শিশুটির।

Exit mobile version