জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল বাঙালির চির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। তিথি অনুযায়ী রবিবার ছিল মহা সপ্তমী পূজা। এদিন সকালে প্রতিটি মণ্ডপে মন্ডপে শাস্ত্র বিধি মেনেই সম্পন্ন হয় সপ্তমী পূজা। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়েই যেন কেটে গেল উৎসবের একটি দিন। তিথি মেনে সোমবার হবে মহা অষ্টমী। সকাল আটটা ২৯ মিনিট থেকে নয়টা ২৮ মিনিটের মধ্যে মহাষ্টম্যাদি কল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বিরাষ্টমী ব্রত, মহা অষ্টমীর ব্রতোপবাস। এদিন সন্ধি পূজা হবে বিকেল চারটা ১৪ মিনিটে বলিদান বিকেল ৪ঃ৩৮ মিনিটে এবং সন্ধি পূজার সমাপন বিকেল পাঁচটা দুই মিনিটের মধ্যে। এদিকে প্রতিটি প্যান্ডেলে প্যান্ডেলে ছাড়াও রবিবার শাস্ত্র মেনে নিষ্ঠার সাথে আগরতলা দুর্গাবাড়িতেও অনুষ্ঠিত হলো মহা সপ্তমী পূজা। আর এই পূজাকে ঘিরে এদিন দুর্গা বাড়িতে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।