জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় গড়ে উঠবে অত্যাধুনিক পার্কিং জোন। কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ হতে যাওয়া বহুতল পার্কিং জোনের শিলান্যাস হবে আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে। তাই নির্মাণ কাজের প্রাক প্রস্তুতি আরো একবার খতিয়ে দেখলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।