Site icon janatar kalam

বেতন বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি কর্মরত শ্রমিক ও অনিয়মিত চুক্তিবদ্ধ পৌর নিগমের কর্মচারীরা

উৎসবের মুখে আগরতলা পৌরনিগমের অধীন কর্মরত শ্রমিক ও অনিয়মিত কর্মচারীদের খুশির খবর। দীর্ঘদিনের দাবি মেনে শ্রমিক ও অনিয়মিত কর্মচারীদের মজুরি ও বেতন ভাতা বৃদ্ধি করল পৌর নিগম। সিদ্ধান্ত অনুযায়ী, ২১৬৩ জন শ্রমিকের মজুরি প্রতিদিন বৃদ্ধি পেল ৫২ টাকা। বাড়ি বাড়ি ময়লা পরিষ্কারের কাজে নিযুক্ত ৪১৭ জন অনিয়মিত মহিলা শ্রমিকের ইন্সেন্টিভ প্রতি মাসে বাড়লো ৫০০ টাকা। শুধু তাই নয়, এছাড়া ৩৯ জন চুক্তিবদ্ধ কর্মচারীর প্রতি মাসে ৩০০০ টাকা বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। এতে করে পুর নিগমের বছরে খরচ হবে ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৩০৭ টাকা। পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন শ্রমিক ও অনিয়মিত কর্মচারীদের বর্ধিত পারিশ্রমিকের কথা জানালেন মেয়র দীপক মজুমদার। নিগমের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি কর্মরত শ্রমিক ও অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা।

Exit mobile version