Site icon janatar kalam

রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার : মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গোটা বিশ্বের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত আন্তর্জাতিক পর্যটন দিবস। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে দিবসটি উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা। রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কে গিয়ে সমাপ্ত হয়। পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। এছাড়াও
উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্যে, অধিকতার টি কে চাকমা সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে পর্যটন মন্ত্রী শ্রী সিংহ রায় বলেন করোণার কারণে পর্যটন শিল্প যথেষ্ট ক্ষতি হয়েছে। একে আবার সবার সামনে তুলে নিয়ে আসাটাই এখন অন্যতম কাজ। পর্যটন মানেই সম্পর্ক তৈরি করা। একটা দেশের সাথে অন্য আরেকটা দেশের, বিভিন্ন জাতি ও সংস্কৃতিকে একত্রিত করা। রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের বর্তমান সরকার।

Exit mobile version