Site icon janatar kalam

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি বিগত দিনের মত এবারো রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। এবছর বিদ্যাসাগরের ২০৩ তম জন্ম জয়ন্তী। নবজাগরণের পথিকৃৎ এর জন্মদিনে সোমবার সরকারি বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। তবে সরকারিভাবে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হয় আগরতলা ড্রপ গেইট এলাকায়। সেখানে বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দেব সহ আরো অনেকে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।

Exit mobile version