জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ,আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক লগ্নে আজ রবিবার মহালয়ার পুণ্য লগ্নে পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু হয় । আর এই দেবীপক্ষের পুণ্য লগ্নেই আজ রবিবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে স্বর্গীয় প্রাক্তন DSP “ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটি”র তরফ থেকে এক সামাজিক কর্মসূচির অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত এই সামাজিক অনুষ্ঠানে শ্রী-মান ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের স্ব-নামধন্য আইনজীবী ভাষ্কর দেবের উদ্যোগে তেলিয়ামুড়া শহরের পুর পরিষদের অন্তর্গত ১৫ টি ওয়ার্ডের মোট ১৫০ জন গরিব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় । আজকের উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় প্রাক্তন DSP ক্ষীতিশ দেবের গৃহিণী মাধুরী দেব, আইনজীবী ভাষ্কর দেব, আইনজীবী সুজাতা দেব, তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়িকা শ্রীমতি গৌরী দাস, ক্ষিতীশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির সভাপতি ক্ষীরোদ দেব, সম্পাদক উত্তম ঘোষ, ধীরাজ দাসগুপ্ত সহ কমিটির আরো অন্যান্য সদস্যরা সহ শিক্ষক মন্ডলী । শুধু তাই নয় পরবর্তীতে অনুষ্ঠান শেষে তৎসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগী ও কর্তব্যরত চিকিৎসক সহ আত্মীয় পরিজনদের মধ্যে দুধ ও ফল মিষ্টি বিতরণ করেন । তৎসঙ্গে চিকিৎসাধীন সকল রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন । তবে এইদিকে দেবী পক্ষের পুণ্য লগ্নে ত্রিপুরা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ভাষ্কর দেবের উদ্যোগে তেলিয়ামুড়ায় এই রকম সামাজিক কর্মসূচিকে ঘিরে এক খুশির আবহ বিরাজ করছে গোটা সচেতন ও তথ্যবিজ্ঞ মহল জুড়ে ।।