জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোন প্রকল্প রূপায়ণে কারো কোন অভিযোগ থাকলে নির্দিষ্টভাবে অভিযোগ নিয়ে আসলে দ্রুততার সঙ্গে তা সমাধানের চেষ্টা হবে। নির্দিষ্ট অভিযোগ ছাড়া বিধানসভায় প্রশ্ন তোলার কোন মানে হয় না। স্পেসিফিক অভিযোগ তুলে আনা হলে সরকার সাথে সাথেই তার অ্যাকশন নেবে। শাসক দলের বিধায়ক বিপ্লব কুমার ঘোষের এক প্রশ্নোত্তরে স্পষ্ট জানালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী যীষ্ণু দেব বর্মন। এদিন যীষ্ণু দেব বর্মন স্পষ্ট জানান , প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে রাজ্যে কোন অভিযোগ নেই। যদি নির্দিষ্ট কেউ অভিযোগ নিয়ে আসতে পারে তাহলে সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।সরকার কেন্দ্রীয় বা রাজ্য প্রকল্প নিয়ে গুরুত্বসহকারে রূপায়নের চেষ্টা করছে।