Site icon janatar kalam

ভারতবর্ষকে টিবি রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত দায়িত্ব নিলেন একজন টিবি রোগীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-

ভারতবর্ষকে টিবি রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আবেদন জানিয়েছেন সক্ষম ব্যক্তিদের একজন করে টিবি রোগীর দায়িত্ব নেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও বুধবার টিবি রোগীর দায়িত্ব নিতে এগিয়ে এলেন প্রদেশ বিজেপির কয়েকজন শীর্ষ নেতৃত্ব। এদিন প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত দায়িত্ব নিলেন একজন টিবি রোগীর। আগামী এক বছর তিনি এই রোগীর সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করবেন বলে এদিন জানালেন সাংবাদিকদের।পুষ্টিকর খাবার তার পক্ষ থেকে রোগীর বাড়িতেও পৌঁছে দেওয়া হবে বলে এদিন জানালেন পাপিয়া দত্ত। এক্ষেত্রে পাপিয়া দত্ত দাবি করেছেন শুধু তিনিই নন, রাজ্যের বিজেপি শীর্ষস্তরের নেতৃত্বরা অনেকেই এদিন একজন করে টিভি রোগীর দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি রাজ্যের অন্যান্য নাগরিকদেরও এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য আহ্বান রাখলেন প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত।

Exit mobile version