জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যের সরকারি ডিগ্রী কলেজ গুলিতে পর্যাপ্ত সংখ্যক অধ্যাপক না থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা। অথচ উচ্চ শিক্ষা দপ্তরের শূন্য পদ পূরণের ক্ষেত্রে কোন ধরনের উদ্যোগ নেই। তাই অবিলম্বে ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ সহ মোট আট দফা দাবিতে এবার সোচ্চার হলো ত্রিপুরা নেট স্লেট পি এইচ ডি ফোরাম। সংগঠনের এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন। ত্রিপুরা নেট স্লেট পি এইচ ডি ফোরামের দাবি নতুন প্রতিষ্ঠিত ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ। খুমুলুঙ, কৈলাশহর এবং উদয়পুরে পিজি কোর্সের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা সহ মোট আট দফা দাবি নিয়ে বুধবার ফোরামের এক প্রতিনিধি দল দারস্ত হলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার। প্রতিনিধি দলের সদস্যরা এদিন অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি ডিগ্রী কলেজ গুলিতে স্থায়ী সহকারী অধ্যাপক নিয়োগ নেই। যে পদ্ধতিতে কলেজ গুলিতে পঠন-পাটন চলছে, তাতে করে ব্যাহত হচ্ছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। রাজ্যের কলেজগুলিতে প্রচুর সংখ্যক সহকারি অধ্যাপকের পদ শূন্য রয়েছে। অথচ নিয়োগ নেই। অবিলম্বে দপ্তর এই শূন্য পদ পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ফোরাম আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে এদিন হুঁশিয়ারি দিলেন নেতৃত্ব।