Site icon janatar kalam

রাজ্য সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি মত সমস্ত কাজ দ্রুত রুপায়ন করে চলছে : উপমুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “কেইসে হো গা নেহিহে, সোচো কিউ নেহি হো গা ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উক্তির উদ্ধৃতি দিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন বলেন , দ্রুত রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। রাজ্যের উন্নয়ন মানেই সমাজের উন্নয়ন। উন্নয়ন কাজে কারো সঙ্গে আপস করা চলবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছে দেশের উন্নয়ন , একই সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ করেছে উত্তর-পূর্বাঞ্চলের উপর। মঙ্গলবার অল ত্রিপুরা ডক্টর এসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী আরও বলেন , রাজ্য সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি মত সমস্ত কাজ দ্রুত রুপায়ন করে চলছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বিশিষ্ট ডাক্তারগন।

Exit mobile version