Site icon janatar kalam

যাদের জন্যে আজকে তাদের এই দশা তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা পিটিশন করতে যাচ্ছেন ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন

বৃহস্পতিবার রাজধানীর জগন্নাথ বাড়ি এলাকায় ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি বিমল সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীনে যেহেতু তাদের চাকরির অফার এসেছে তাই সমস্ত বিষয়ে এরা শিক্ষা দপ্তরকেই দায়ী করছেন তিনি , পাশাপাশি যাদের জন্যে আজকে তাদের এই অবস্থা তা সিবিআই তদন্তের মাধ্যমে দোষীদের বের করে তাদেরকে বরখাস্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য দাবি রেখেছেন রাজ্য সরকারের কাছে এবং বলেন তাহলেই এরা বিশ্বাস করবে যে সরকারের গাইডলাইন ঠিকভাবে চলছে

Exit mobile version