জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা যুব মোর্চা হরিয়ানা সভাপতি রাহুল রানা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হরিয়ানা রাজ্য প্রভারি বিপ্লব কুমার দেব এর হাতে সারক উপহার তুলে দেন। এদিন যুব মোর্চার মহিলা কর্মীরা বিপ্লব দেবের কপালে তিলক এঁকে দিয়ে বরণ করে নেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হরিয়ানার ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত প্রশিক্ষণ শিবিরে ক্লাস নেন।পাশাপাশি রাজ্যে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।