Site icon janatar kalam

বেকার স্বাবলম্বী করতে শিল্প গঠন করে চলছে সরকার : মুখ্যমন্ত্রী

২০তম আন্তর্জাতিক শিল্প বানিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বুধবার হাপানিয়া আন্তর্জাতিক মাঠে। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন শিল্প বানিজ্য নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় বিধায়িকা মিমি মজুমদার প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী শিল্প স্থাপনের উপর জোর দিয়েছেন।বাম সরকার বেকার বাড়িয়েছেন। রাজনৈতিক বাজার গরম করতে বেকারদের নিয়ে রসিকতা করেছেন। কুনো শিল্প ঘটনের উদ্যোগ নেয়নি । বোধজংনাগারে সব কারখানা মুখ থুবড়ে পড়েছে । বিজেপি সরকার বেকারদের স্বাবলম্বী করতে শিল্প স্থাপিত করার প্রয়াস নিয়েছেন। আগামীদিনে
সরকারের চাকরীর আশায় বসে থাকতে হবেনা বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিপ্লব কুমার দেব ।

Exit mobile version