Site icon janatar kalam

এক লক্ষ ৩৬ হাজার ঘরে পৌঁছালো বিদ্যুৎসেবা চলতা হে নেহি ,বদল সাকতে হে :উপমুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতা হে নেহি ,বদল সাকতে হে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগানকে হাতিয়ার করে এগিয়ে চলেছে উত্তর-পূর্বাঞ্চল, বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। উত্তর ভারতের প্রচলিত একটি শব্দ চলতা হে চলনে দেও, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভারতে প্রথম প্রধানমন্ত্রী হয়েই এই প্রচলিত শব্দটিকে পাল্টি দিয়ে বললেন,চলতা হে নেহি ,বদল সাকতে হে , যার জন্য ভারতবর্ষে আজ সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে , বিশ্বের মানুষ বলছে একটা দেশের প্রধানমন্ত্রী এত কাজ কিভাবে করছে। রবিবার প্রদেশ বিজেপি ইন্টেলেকচুয়াল সেল এর উদ্যোগে আয়োজিত বুদ্ধিজীবী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন।উপমুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্ধৃতি দিয়ে বলেন, প্রধান মন্ত্রীর অনুপ্রেরণায় ইতিমধ্যেই ত্রিপুরা 1 লক্ষ 30 হাজার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। কেননা প্রধানমন্ত্রীর ভীষণ ছিল প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার। সেই লক্ষ্যে কাজ করে চলছে ত্রিপুরা রাজ্য সরকার। এদিন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন আরও বলেন , উত্তর-পূর্বাঞ্চলের প্রতি আলাদা গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , বলতে দ্বিধা নেই উত্তর-পূর্বাঞ্চলের নেতৃত্ব সারা ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছে। উপমুখ্যমন্ত্রী নাম না করে বলেন, উত্তর-পূর্বাঞ্চলের নেতৃত্বের সঙ্গে এখন মানুষ সেলফি তুলতে ব্যস্ত।সারা দেশের নেতৃত্ব দিচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের নেতা। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপির বিজিত প্রার্থী ডাক্তার অশোক সিনহা, প্রদেশ বিজেপি ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার জওহর সাহা প্রমূখ।

Exit mobile version