জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৪ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে শুরু হবে ত্রিপুরা ফ্যাশন উইক। মূলত ফ্যাশন আর্টিস্টদের প্রমোট করার উদ্দেশ্যেই এজাতীয় অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন ত্রিপুরা ফ্যাশন উইকের ডক্টর রাখি দেববর্মা। গোহাটি থেকে আসছেন রিজনাল ফ্যাশন উইকের প্রতিনিধি। অনুষ্ঠানে রাজ্যের কুটির শিল্পকে তুলে ধরা হবে।